পিএসএল
Published : 23 May 2025, 12:46 AM
বাংলাদেশের তিন জন ক্রিকেটার দলে। তবে একাদশে সুযোগ পেলেন কেবল সাকিব আল হাসান। এক ওভারে চমৎকার বোলিংয়ের পরও অভাবনীয়ভাবে আর বোলিং পেলেন না তিনি! তার দল লাহোর কালান্দার্স অবশ্য জিতল অনায়াসে, বাঁচিয়ে রাখল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে যাওয়ার আশা।
সাকিবের সাবেক দল করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে করাচির ১৯০ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় ‘ঘরের’ দল।
এক ওভারে স্রেফ ৪ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব। পরে ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি তার।
এ দিন লাহোরের একাদশে সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ ও আসর স্থগিত হওয়ার আগে দলটিতে খেলে আসা রিশাদ হোসেন।
ফাইনালে ওঠার লড়াইয়ে তারা সুযোগ পান কি না, সেটাই এখন দেখার। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর।
তিন দিন আগে পেশাওয়ার জালমির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফিরে, ব্যাটিংয়ে প্রথম বলে আউট হওয়ার পর দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। করাচির বিপক্ষে পাওয়ার প্লে শেষের পর সপ্তম ওভারে বল হাতে পান তিনি। করাচির স্কোর তখন ১ উইকেটে ৭০। ২৪ বলে ৪৪ রান করে বিপজ্জনক হয়ে উঠেছেন ডেভিড ওয়ার্নার।
তবে সাকিবের ওই ওভারে দুই বল খেলে ওয়ার্নার নিতে পারেন কেবল দুটি সিঙ্গল। ওভারের শেষ বলে উড়িয়ে মেরে স্কয়ার লেগে ধরা পড়েন জেমস ভিন্স।
ফিল্ডিং বাজে না হলে আরও কম রানের লক্ষ্য পেতে পারত লাহোর। ক্যাচ ফেলে তারা কয়েকটি। দুবার জীবন পেয়ে ৫২ বলে ৭৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ১৪ বলে ২৭ রানের ক্যামিও আসে খুশদিল শাহর ব্যাট থেকে।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে লাহোরের সফলতম বোলার হারিস রউফ। ২ উইকেট নিতে আফ্রিদি চার ওভারে দেন ৪৭ রান।
লক্ষ্য তাড়ায় ২৮ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৪৭ রানের ইনিংসে দলকে ভালো শুরু এনে দেন ওপেনার ফাখার জামান। তিনে নেমে ৫ ছক্কা ও ৩ চারে ৩৫ বলে ৬৫ রানের ইনিংসে দলকে জয়ের পথে এগিয়ে নেন আবদুল্লাহ শাফিক। ম্যাচ-সেরা তিনিই।
২৪ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন কুসাল পেরেরা। আরেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসা ১২ বলে ২৩ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন।