Published : 15 Jun 2025, 08:19 PM
সবশেষ সিরিজের দল থেকে অনেক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল সাজিয়েছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের দলে আছেন সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার। যাদের মধ্যে পাঁচ জন এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আগামী মঙ্গলবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। রোববার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
লম্বা সময় পর দলে ফিরেছেন স্পিনার আকিলা দানাঞ্জায়া। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার ছয় টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৯ সালের অগাস্টে।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান পাসিন্দু সুরিয়াবান্দারা, পাভান রাত্নায়াকে, স্পিনিং অলরাউন্ডার থারিন্দু রাত্নায়াকে ও পেস বোলিং অলরাউন্ডার ইসিথা ভিজেসুন্দারা।
টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অন্য দুজন হলেন কিপার-ব্যাটসম্যান লাহিরু উদারা ও স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশা। দুজনই গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন, তবে খেলার সুযোগ পাননি।
২-০তে হোয়াইটওয়াশড হওয়া ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাদিরা সামারাউইক্রামা, জেফ্রি ভ্যান্ডারসে, নিশান পেইরিস, ভিশ্ব ফার্নান্দো ও রামেশ মেন্ডিস। সেই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন সাবেক অধিনায়ক দিমুথ কারুনারাত্নে।
এসএলসি বিবৃতিতে বলেছে, অভিজ্ঞ পেসার লাহিরু কুমারাকে দলে নেওয়া হলেও অনুশীলনের সময় চোট পাওয়ায় ছিটকে গেছেন তিনি।
নতুন মুখ ২৫ বছর বয়সী সুরিয়াবান্দারার প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ উজ্জ্বল। ৫৩ ম্যাচে ৫৬.৮৭ গড়ে ৩ হাজার ৯৮১ রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে ১২টি।
২২ বছর বয়সী পাভান রাত্নায়াকে ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৭.২০ গড়ে ১০ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৬৮ রান।
৭৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯ বছর বয়সী থারিন্দু রাত্নায়াকে উইকেট নিয়েছেন ৩৩৭টি। ইনিংসে পাঁচ উইকেট আছে তার ২৬ বার, ম্যাচে ১০ উইকেট পাঁচবার।
২৮ বছর বয়সী ভিজেসুন্দারা ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ১১২টি। ইনিংসে পাঁচ উইকেট আছে পাঁচবার।
আসছে গল টেস্ট দিয়ে এই সংস্করণে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
প্রথম টেস্টের শ্রীলঙ্কা দল: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রাত্নায়াকে, প্রাবাথ জায়াসুরিয়া, থারিন্দু রাত্নায়াকে, আকিলা দানাঞ্জায়া, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা ভিজেসুন্দারা।