Published : 11 Apr 2023, 06:17 PM
ক্রিজে গিয়েই বোলারদের ওপর আক্রমণ চালানো সূর্যকুমার যাদবের খেলার ধরন। এই পথে যেমন দ্রুত রান আসে, তেমনি দ্রুত আউট হওয়ার আশঙ্কাও প্রবল। বেশিরভাগ সময় আগ্রাসী ঘরানায় সফল হলেও এখন সময়টা খারাপ যাচ্ছে ভারতের মিডল অর্ডার এই ব্যাটসম্যানের। তাই তাকে উইকেটে শুরুতে কিছুটা সময় কাটানোর পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।
ইনিংসের শুরুতেই ঝড় তোলার সামর্থ্য দেখিয়ে ক্যারিয়ারে প্রথম থেকে সবার নজর কাড়েন সূর্যকুমার। মাঠের চারিদিকে শট খেলতে পারায় পেয়ে যান ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যানের তকমা।
তবে দ্রুতই মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেছেন সূর্যকুমার। তার ব্যাট যেন রান করতেই ভুলে গেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ‘গোল্ডেন ডাকের’ তেতো স্বাদ পান তিনি। গড়েন ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই মূলত নিজেকে জানান দিয়েছিলেন সূর্যকুমার। চমৎকার ধারাবাহিক পারফরম্যান্সে এই সংস্করণে এখন তিনি আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান। কিন্তু ২০ ওভারের ক্রিকেটেও এখন হাসছে না তার ব্যাট। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুই ম্যাচ খেলে রান করতে পেরেছেন ১৫ ও ১।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুম্বাইয়ের মঙ্গলবারের ম্যাচের আগে সূর্যকুমারকে ফর্মে ফেরার পথ বাতলে দিলেন শাস্ত্রী।
“সুড়ঙ্গের শেষে আলো থাকে, সে (সূর্যকুমার) শিগগিরই সেটা দেখতে পাবে। আর যখন সে আলোটা দেখতে পাবে, তখন সে সুযোগ লুফে নেবে এবং সেটার সর্বোচ্চ ব্যবহার করবে।”
“তাই তার প্রতি আমার পরামর্শ হলো, টি-টোয়েন্টি ক্রিকেট হলেও ইনিংসের শুরুতে নিজেকে আরও কিছুটা সময় দাও। একটা ভালো হিট হলেই পরে সে তার মতো খেলতে পারবে। এটাই তার প্রয়োজন-একটা ভালো হিট আর ক্রিজে কিছুটা সময় দেওয়া। ২০-৩০ মিনিট নয়, ছয় কিংবা আট বল সময় নিলেই আমার মনে হয় সে ভালো করবে।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৮ ম্যাচ খেলে সূর্যকুমারের রান ১ হাজার ৬৭৫। ৩ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ১৩টি। তার ব্যাটিং গড় ৪৬.৫২, স্ট্রাইক রেট ১৭৫.৭৬।
স্বীকৃত টি-টোয়েন্টিতে মোট ২৪৪ ম্যাচ খেলে ৩৪.১৮ গড় ও ১৪৮.৯২ স্ট্রাইক রেটে ৫ হাজার ৯১৪ রান রয়েছে সূর্যকুমারের নামের পাশে।