Published : 30 Oct 2022, 09:03 PM
পঞ্চম ওভারে আক্রমণে এসেই দুই শিকার ধরলেন লুঙ্গি এনগিডি। নিজের পরের দুই ওভারে আরও দুটি উইকেট নিয়ে ভারতের বিপক্ষে দলকে নিয়ে এলেন চালকের আসনে। পরে রোমাঞ্চের নানা ধাপ পেরিয়ে দারুণ এক জয় পেল দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বড় অবদান রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এনগিডি।
পার্থে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে এইডেন মারক্রাম ও ডেভিড মিলার কার্যকর দুটি ইনিংস খেলেছেন। তবে প্রতিপক্ষের টপ অর্ডার নাড়িয়ে দেওয়ার পর মিডল অর্ডারে ছোবল দিয়ে প্রোটিয়াদের জয়ের নায়ক এনগিডিই।
গতি ও বাউন্সে ভারতকে কাঁপিয়ে দিয়ে এক স্পেলেই ফিরিয়ে দেন তিনি রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। ৪ ওভারে এনগিডি ২৯ রান দিয়ে নেন চার উইকেট।
চমৎকার বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়বার ম্যান অব দা ম্যাচ হলেন এনগিডি। তবে বিশ্বকাপে প্রথমবার এই স্বীকৃতি জিততে পেরে বেশ উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী এই পেসার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুলে ধরলেন নিজের অনুভূতি।
“বিশ্বকাপে এমন কিছু অর্জন করা (ম্যাচ সেরার পুরস্কার) এবং দেশের জয়ে সাহায্য করা; এটা আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। যা দীর্ঘ দিন আমার মনে জায়গা নিয়ে থাকবে।”
পাওয়ার প্লেতে নিজের প্রথম ওভার করে রোহিত ও রাহুলকে ফিরিয়ে দেন এনগিডি। পুল করে রোহিত আকাশে তুলে দিলে নিজেই ক্যাচ নেন বোলার। তিন বল পর স্লিপে ধরা পড়েন রাহুল।
জোড়া ধাক্কা খাওয়া ভারত ঘুরে দাঁড়ানোর আগেই আবারও ছোবল দেন এনগিডি। তাকে টানা দুই চার মেরে ভালো কিছুর আভাস দেওয়া কোহলিকে বাউন্সারে ফেরান তিনি। পুল করে ফাইন লেগে কাগিসো রাবাদার হাতে ধরা পড়েন আগের দুই ম্যাচে ফিফটি করা কোহলি।
তৃতীয় ওভারে তার শিকার হার্দিক। এবারও এনগিডির অস্ত্র শর্ট বল। ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ নেন রাবাদা। ৩ ওভারে ১৭ রানে ৪ উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করেন এনগিডি।
পরে তাকে আক্রমণে আনা হয় পঞ্চদশ ওভারে। এবার অবশ্য খুব একটা সুবিধে করতে পারেননি। সূর্যকুমার যাদব তাকে একটি করে ছক্কা-চার হাঁকান। ওভারে দেন ১২ রান।
ভারতকে একাই টানেন সূর্যকুমার। তার ৩ ছক্কা ৬ চারে ৪০ বলে ৬৮ রানের ইনিংসে ১৩৩ রানের পুঁজি গড়ে দলটি। পরে অবশ্য দারুণ লড়াইও করে তারা বল হতে। কিন্তু শেষ পর্যন্ত মারক্রাম ও মিলারের ফিফটিতে ২ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।