Published : 16 Aug 2023, 08:03 PM
ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কা সবশেষ ফাইনাল খেলেছিল ২০১১ সালে। সেবার লঙ্কানদের আশা ভেঙে শিরোপা উল্লাসে মেতেছিল ভারত। আসছে বৈশ্বিক আসরে শ্রীলঙ্কাকে আবারও ফাইনালে দেখতে চান নিরোশান ডিকওয়েলা। সঙ্গে প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চান লঙ্কান এই কিপার-ব্যাটসম্যান।
২০১১ বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সেবার মুম্বাইয়ের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে মাহেলা জায়াওয়ার্দানার সেঞ্চুরিতে (১০৩) ৬ উইকেটে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় ভারতকে শুরুতে টানেন গৌতাম গাম্ভির, খেলেন ৯৭ রানের ইনিংস। পরে ৯১ রানের অপরাজিত ইনিংসে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধোনি।
ভারতের মতো সেবার দ্বিতীয় শিরোপা জয়ের আশায় ছিল ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও। তাদের সেই অপেক্ষা দীর্ঘ হয় আরও।
১২ বছর পর আবারও বিশ্বকাপ হবে উপমহাদেশে। তবে এবার একাই আসরটি আয়োজন করবে ভারত। দেশটির ১০টি ভেন্যুতে হবে ম্যাচগুলো।
স্বাভাবিকভাবেই স্বাগতিকদের ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। শক্তি-সামর্থ্যের বিচারে এবার লঙ্কান দলটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তেমন একটা উচ্ছ্বাস নেই। তবে নিজেদের নিয়ে ঠিকই দারুণ কিছুর আশা দেখছেন ডিকওয়েলা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিজেদের সেরাটা খেলতে পারলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারবে শ্রীলঙ্কা।
“এবারও আরেকটি ভারত-শ্রীলঙ্কা ফাইনালের আশা করছি। যে দলই সঠিক প্রক্রিয়া ও মৌলিক বিষয়গুলো অনুসরণ করবে এবং নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আমরা নিজেদের দিকে মনোযোগ দিতে চাই, প্রতিপক্ষের দিকে নয়।”
“নিজেদের শক্তিতে নজর দিতে হবে আমাদের… ভালো ক্রিকেট খেলতে হবে।”
শ্রীলঙ্কা দলে নিয়মিত নন ডিকওয়েলা। দেশের হয়ে সবশেষ মাঠে নামেন তিনি গত মার্চে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে। আর সবশেষ ওয়ানডে খেলেন তিনি গত বছরের জুনে।
লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি খেলা ডিকওয়েলা বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কিনা তা সময় বলে দেবে।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউ জিল্যান্ড লড়াই দিয়ে শুরু হবে ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসর। দুই দিন পর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা।