Published : 25 Jan 2025, 09:56 PM
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও সংগঠনগুলোর ঐক্যে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, ফাটল ধরার কারণে ভারতীয় সাম্রাজ্যবাদ ‘ষড়যন্ত্র কার্ড‘ খেলতে পারছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মাহমুদুর রহমানকে সংবর্ধনা দেয়; সেখানে তিনি বলেন, “আমার শারীরিক উপস্থিত না থাকলেও জুলাই আন্দোলনে চিন্তার উপস্থিতি ছিল।”
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাই-অগাস্ট আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে ফাটল ধরার কথা তুলে ধরে তিনি বলেন, “এই ফাটল ধরায় ভারতীয় সামাজ্যবাদ ষড়যন্ত্র কার্ড খেলতে পারছে, সাহস করছে।
“আমরা যদি ঐক্য ধরে রাখতে পারতাম এতদিন ভারত ৫ অগাস্টের পরিবর্তনকে গ্রহণ করত, এই দেশের পরিবর্তন মেনে নিত।
মাহমুদুর রহমান বলেন, “যেহেতু ঐক্য ধরে রাখতে পারিনি, সেজন্য তারা কার্ড খেলার সুযোগ পাচ্ছে, ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়।
“এই জন্য রাজনীতিবিদ ও ছাত্র-জনতার দায় রয়েছে। বিশেষ করে রাজনীতিবিদদের দায় বেশি।”
অনেক ত্যাগ-তিতিক্ষার পর বাংলাদেশ ‘দ্বিতীয়বার স্বাধীন’ হয়েছে মন্তব্য করে আমার দেশ সম্পাদক বলেন, “চট্টগ্রামে প্রথম ‘শহীদ’ ওয়াসিমসহ সব ‘শহীদদের’ প্রাণভরে স্মরণ করছি। কোনো ‘শহীদদের’ মধ্যে দলমত ভাগ করিনি। সবাই একই ক্যাটাগরির।”
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এখনো তিনি সেখানে অবস্থান করছেন।
লড়াই এখনো শেষ হয়নি মন্তব্য করে তিনি বলেন, “আপনারা ভাববেন না, ভারত এত বড় কূটনৈতিক পরাজয় মেনে নিবে? গত পাঁচ মাস ধরে তারা প্রতিনিয়ত কার্ড খেলে যাচ্ছে। প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। চট্টগ্রামেওতো ইসকন কার্ড খেলা হয়েছে। এখান থেকেই সংখ্যালঘু কার্ড খেলা হয়েছে।”
৫ অগাস্টের ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, “ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে দেশবাসীর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য ধরে রাখা এখন খুবই জরুরি। না পারলে ভারত প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে যাবে “
গত দুইদিন ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের পদত্যাগের ভুয়া খবর ছড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “ভারত ইউনুস সরকারের ভুয়া পদত্যাগপত্র তৈরি করে, সেটি ভাইরাল করার চেষ্টা করেছে। তরুণ উপদেষ্টাদের বিষয়ে বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।”
কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেছে এবং গ্রেপ্তারও হয়েছে তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, “এগুলো সবই ভারতের কার্ড। কিন্তু তারা পরাজিত হচ্ছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্ন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ, আমার দেশ এর মফস্বল সম্পাদক আবু দারদা জোবায়ের, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম।