Published : 07 Dec 2024, 09:51 PM
চট্টগ্রামের যানজট নিরসনে শাহ আমানত সেতুর পাশে একটি টার্মিনাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, “দক্ষিণ চট্টগ্রামের যানজট নিরসনে কর্ণফুলী ব্রিজের পাশে একটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছি। জায়গা চিহ্নিত করে ডিসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছি। আশা করি, এটি শিগগিরই বাস্তবায়ন হবে।”
চন্দনাইশ উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন মেয়র শাহাদাত।
সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “বর্তমানে চট্টগ্রাম শহরে নগরায়ণ ও শিল্পায়ন বৃদ্ধি পাওয়ায় যুগের চাহিদা মেটাতে সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। কোরিয়া, সিঙ্গাপুর, এবং জাপানের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছি। তাদের সহায়তায় চট্টগ্রামকে আধুনিক শহরে রূপান্তরে কাজ করছি।”
অনুষ্ঠানে নগরীর জলাবদ্ধতা নিয়েও কথা বলেন সিটি মেয়র। জলাবদ্ধতা নিরসনে আওয়ামী লীগ ‘ব্যর্থ হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, “জলাবদ্ধতা সমস্যার সমাধানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছ। কারণ সমস্যা সমাধানে জনসম্পৃক্ত কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। কেবল হাজার হাজার কোটি টাকার প্রকল্প করে জলাবদ্ধতার সমস্যা সমাধান করা সম্ভব নয়।
“কারণ যেই নালা-খাল হাজার কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, তা যদি জনগণ দখলমুক্ত ও পরিচ্ছন্ন না রাখে তাহলে জলাবদ্ধতার সমস্যা কোনোদিনও সমাধান হবে না।”
এজন্য নগরীর খাল ও নালাগুলো পরিষ্কারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুস সালাম মামুন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহীদ খান, বাহার উদ্দীন, সাইফুল করিম, আরিফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অলি হোসেন মুন্সী, মোরশেদুল আলম, জহিরুল আলম বক্তব্য দেন।