Published : 04 May 2025, 09:48 PM
চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কন্টেইনার স্ক্যানারের ‘অপারেশনাল কার্যক্রম’ আবারও চালু করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান রোববার নিজস্ব অর্থায়নে স্থাপন করা স্ক্যানারটির চালুর কার্যক্রম উদ্বোধন করেন।
বন্দর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে বন্দরের এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বন্দরের নিজস্ব অর্থায়নে গত বছরের ফেব্রুয়ারি মাসে এই কন্টেইনার স্ক্যানার স্থাপন করা হয়। ফাইভ আর অ্যাসোসিয়টস লিমিটেডের সরবরাহ করা উন্নতমানের ফিক্সড স্ক্যানারটি চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
স্ক্যানারের রক্ষণাবেক্ষণের জন্য ওই কোম্পানির সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার কারণে অপারেশনাল কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানিমুখী কন্টেইনার স্ক্যানিং সিস্টেম চালু রাখতে এটি দ্রুত অপারেশনাল কার্যক্রম শুরু করা দরকার ছিল। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজে আগের ঠিকাদারকে আবার সাময়িকভাবে নিয়োগ দিয়েছে।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।