Published : 20 May 2024, 12:07 AM
চট্টগ্রামে বকেয়া বিল পরিশোধ না করায় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে নগরীর সিআরবিতে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়সহ পাহাড়তলী এলাকার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে রেল কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে চারটার দিকে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।
পূর্ব রেলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিডিবি ও রেলওয়ে দুটোই সরকারি সংস্থা। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিল বকেয়া থাকায় তারা সকালে লাইন কেটে দিয়েছে। বাজেটের স্বল্পতা থাকায় বিল পরিশোধ করা যায়নি।
‘‘বিল পরিশোধের জন্য রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ গেছে। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের আশ্বাসে বিদ্যুৎ বিভাগ বিকালে সংযোগ পুনঃস্থাপন করেছে।”
পূর্ব রেলের মহাব্যবস্থাপক বলেন, সিআরবির সদর দপ্তর ছাড়াও পাহাড়তলীতে রেলওয়ের বিভিন্ন বিভাগ ও রেলওয়ে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ ছিল না।
“সারাদিন বিদ্যুৎ সংযোগ না থাকায় আমাদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে।”
বিদ্যুৎ বিল বকেয়া কত জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি।
তবে রেলওয়ের এক কর্মকর্তা জানান, প্রায় দুই কোটি টাকার মতো বিল বকেয়া পড়েছে পিডিবির কাছে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকমকে বলেন, গত ছয়মাস ধরেই বকেয়া পরিশোধের জন্য তাগাদা দেওয়া হচ্ছিল।
বকেয়ার পরিমাণ না জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের পাহাড়তলী, স্টেডিয়াম, খুলশী ও মাদারবাড়ি বিতরণ অঞ্চলের অধীনে বিপুল পরিমাণ বকেয়া রয়েছে।