Published : 15 Oct 2024, 05:28 PM
মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় ছয়মাস বয়েসী শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার খৈয়াছড়া ঝর্নার রাস্তার মুখের বিপরীত পাশে মহাসড়কের ওপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাজল রেখা (২৫), তার মা নুর জাহান (৫০) ও কাজলের ছয়মাস বয়েসী শিশুপুত্র আনাস।
তাদের বাড়ি সীতাকুণ্ডের বগাচতর এলাকায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে পেছন দিকে সজোরে ধাক্কা দেয়।
“গুরুতর আহত তিন জনকে উপজেলা স্বস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।”