Published : 04 Oct 2024, 08:37 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় দুই তরুণের প্রাণ গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের রূপসী ঝরনায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, মুশফিকুর রহমান আদনান (২১) ও মাহবুবুর রহমান মোস্তাফিজ (২১)।
মিরসরাই থানার ওসি আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জ থেকে ১৪ শিক্ষার্থীর একটি দল রূপসী ঝরনায় বেড়াতে যায়। ঝরনার দেড়শ ফুট ওপরে একজন সেলফি তুলতে গেলে পা পিছলে পড়ে যাওয়ার সময় তাকে ধরতে যান আরেকজন। পরে দুজনেই ঝরনায় কূপে পড়েন।”
ওসি বলেন, “ওই দুজনকে রক্ষায় আরেকজন ঝাঁপ দেন। এদের মধ্যে আরিফুর নামে একজন সাঁতরে উঠে আসতে পারলেও বাকিরা নিখোঁজ হন।”
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে দুজনের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
আরও পড়ুন-
ঝরনায় ছুটে এলো পাথর, ব্যাংক কর্মকর্তার মৃত্যু