Published : 09 Mar 2025, 09:14 PM
‘সম্পত্তির জন্য’ বাবাকে বাসায় বেঁধে রেখে ’নির্যাতনের’ খবর পেয়ে চট্টগ্রাম নগরীতে সত্তোরোর্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ; গ্রেপ্তার করা হয়েছে দুই ছেলেকে।
এলাকাবাসীর সহযোগিতায় শুক্রবার রাতে নগরীর পশ্চিম বাকলিয়া শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটির নিজের বাসা থেকে এ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
তিন ছেলে ও তিন মেয়ের জনক এ ব্যক্তির নাম খুইল্ল্যা মিয়া।
এ ঘটনায় গ্রেপ্তার তার দুই ছেলে হলেন-আবদুল আওয়াল ও আবদুর রহিম।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থ খুইল্ল্যা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তার দুই সন্তানকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় মামলা না হওয়ায় ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা ব্যক্তি সুস্থ হলে মামলা করবেন, তখন সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
ওসি ইখতিয়ার বলেন, খুইল্ল্যা মিয়ার তিন ছেলের মধ্যে ছোট ছেলের বয়স নয় বছর। বাকি দুই জনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। নিরাপদ হাউজিংয়ে চার কাঠা জমিতে খুইল্ল্যা মিয়ার চার তলা একটি ভবন আছে। প্রাথমিকভাবে মনে হয়েছে ভবনটি লিখে নেওয়ার জন্য বড় দুই ছেলে তাকে খাটের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করেছে।
বয়োজ্যেষ্ঠ এ ব্যক্তিকে উদ্ধারে কাজে গিয়েছিলেন চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চারতলা ভবনের দ্বিতীয় তলায় থাকে খুইল্ল্যা মিয়ার পরিবার। শুক্রবার রাতে কান্নার শব্দ শুনতে পেয়ে পাশের আরেকটি ভবনের বাসিন্দারা তাকে খাটে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।
”সেটি পরে বিভিন্ন জনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় কাউন্সিলরের কান পর্যন্ত যায়। তখন বিষয়টি শুনে পুলিশ নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এসময় তাকে চার হাত-পা নাইলনের রশি দিয়ে টানা দিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখা যায়।”
তিনি বলেন, সাতকানিয়া উপজেলার বাসিন্দা খুইল্ল্যা মিয়া নগরীতেও বাড়ি করেছেন। দীর্ঘদিন প্রবাসেও ছিলেন তিনি।
“প্রতিদিন বাসা থেকে বের হয়ে মসজিদে যেতেন। বেশকিছু দিন ধরে তাকে না দেখে এলাকাবাসীর কৌতূহল জাগে তিনি কোথায়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে চাইলে তারা বলতেন তিনি অসুস্থ।”