Published : 07 May 2025, 06:04 PM
চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির আরেকজনকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গজারিয়ার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে তাকে ধরতে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে টানা ৩০ ঘন্টা অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
গত ২৯ মে আদালতের নিয়মিত হাজিরার জন্য লোহাগাড়া থানার হত্যা মামলার আসাসি ইকবাল হোসেন ইমন ও সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল।
আদালতের কার্যক্রম শেষে নিচতলায় হাজতখানায় রাখা হয় তাদের। দুপুরে অন্য আসামিদের সঙ্গে ফের তাদের কারাগারে নিতে হাজতখানা থেকে বের করা হলে কৌশলে তারা সটকে পড়েন।
ওইদিন গভীর রাতে নগরীর খুলশী তুলাতলী রেল লাইন কলোনি থেকে ইকবাল হোসেন ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়, আর আনোয়ার পালিয়ে ছিলেন।