Published : 05 Apr 2025, 07:37 PM
চট্টগ্রাম নগরীতে এক কেজির বেশি ওজনের সোনার চুড়ি, বিদেশি সিগারেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিয়মিত তল্লাশির সময় বিমানবন্দর মোড় থেকে চারজন ও পতেঙ্গা ঘাট এলাকা একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তাদের কাছ থেকে এক কেজি ১৫৫ গ্রাম ওজনের সোনার চুড়ি, পাঁচটি মোবাইল ফোনসেট, দুটি ল্যাপটপ ও ১৩ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- তৌফিকুর রহমান সোহাগ (৩৭), আকিদুল আলম শান্ত (২২), হাসান মুরাদ (২৪), নাইমুল হক (২০) ও মনির আহমেদ (৪৮)। তাদের সকলের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়।
শনিবার পতেঙ্গা থানায় চোরাচালান আইনে তাদের একটি মামলা হয়েছে।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দর মোড়ে নিয়মিত তল্লাশির সময় চারজনের কাছ থেকে সোনার চুড়ি, ল্যাপটপ ও বিদেশি সিগারেট পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যমতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “আমাদের ধারণা, চোরাচালানের উদ্দেশ্যে এসব সোনা ও বিদেশি সিগারেট বহন করা হচ্ছিল।”