Published : 01 Jan 2023, 12:36 AM
চট্টগ্রাম প্রেস ক্লাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন মোহাম্মদ রেজা। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবদুলাল ভৌমিক।
শনিবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত দুই বছরের জন্য ক্লাবের নেতৃত্ব নির্বাচন করেছেন সদস্যরা। রাতে ভোট গণনা শেষে ক্লাবের ১৫ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নাম ঘোষণা করা হয়।
ক্লাবের ২৬৬ জন স্থায়ী সদস্যের মধ্যে ২৫৩ জন ভোট দেন। ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাদের মধ্যে দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাউদ্দিন মোহাম্মদ রেজা ৯৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কলিম সরোয়ার পেয়েছেন ৯৩ ভোট।
বাসসের দেবদুলাল ভৌমিক সর্বোচ্চ ৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট।
এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে চ্যানেল আই’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ), সহ সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক পদে যুগান্তরের শহীদুল্লাহ শাহরিয়ার নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ ও সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার পুনর্নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া সম্পাদক হয়েছেন এম সরোয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক পদে কুতুব উদ্দিন, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক আল রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোরশেদুল আলম শামীম জয়ী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, আইয়ুব আলী, মনজুরুল আলম মনজু জয়ী হয়েছেন।