Published : 04 Jun 2025, 04:37 PM
কোরবানির ঈদ নিয়ে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তার কোনো ‘শঙ্কা নেই’ বলে জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
নিয়মিত টহলের পাশাপাশি র্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার চট্টগ্রামের প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদের নামাজের স্থান পরিদর্শনে গিয়ে কথা বলছিলেন তিনি।
এ সময় নগরীর কোরবানির পশুর হাট, ঈদের জামাত এবং ফাঁকা শহরের নিরাপত্তা নিয়েও কথা বলেন র্যাব-৭ এর অধিনায়ক।
র্যাব কর্মকর্তা হাফিজুর বলেন, ঈদে নিরাপত্তার কোনো শঙ্কা দেখা যায়নি। তাদের টহল ও গোয়েন্দা দল কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “ঈদ আমাদের সবচেয়ে বড় এবং আনন্দময় উৎসব। এটি সুন্দরভাবে পালনের জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।
“গুরুত্বপূর্ণ এবং বড় ঈদ জামাতগুলোতে ঈদের আগের দিন এবং ঈদের দিন বোম্ব ডিস্পোজাল টিম এবং মাইন সুইপিং টিম কাজ করবে।”
ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা যাতে হয় সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।
বাড়তি টহল নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “২৪ ঘণ্টা আমাদের কমপক্ষে ১০টি করে দল টহল পরিচালনা করছে। এছাড়া গরুর হাট এবং গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে সাদা পোশাকের গোয়েন্দা দল রয়েছে।“
ঈদ ঘিরে যাতে কোনো ধরনের চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে বিষয়ে তাদের টহল দল সর্বোচ্চ সচেষ্ট আছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
“ফেনী, জঙ্গল ছলিমপুর এবং হাটহাজারিতে প্রতিদিন চেকপোস্ট বসানো হচ্ছে। এক হাটের গরু আরেক হাটে যাতে ছিনতাই হয়ে না যায় সেজন্য চেকপোস্ট কাজ করছে। পাশাপাশি জনগণ যাতে সড়কে ভোগান্তির শিকার না জল এবং তাদের নিরাপত্তায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য নিয়মিত চেকপোস্টে কাজ চলছে।“
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাহিনীর অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে তারা সমন্বয় করে কাজ করছেন বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।