Published : 11 Oct 2023, 11:50 PM
তিন পার্বত্য জেলায় ১২ হাজার কিশোরীর অংশগ্রহণে কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ৩০০ গার্লস ক্লাব প্রাঙ্গণে তারা মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালন করে।
‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত’ প্রকল্পের আওতায় গঠিত এসব ক্লাব এই কর্মসূচি আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সিমাভি নেদারল্যান্ডসের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ-বিএনপিএস।
সহযোগী হিসেবে কাজ করছে তিন পাবর্ত্য জেলার ১০টি স্থানীয় উন্নয়ন সংস্থা, যার মধ্যে আছে- বান্দরবানের অনন্যা কল্যাণ সংগঠন, গ্রাউজ ও তাহজিংডং, রাঙামাটির প্রগ্রেসিভ, হিল ফ্লাওয়ার, টংগ্যা ও ইউভ এবং খাগড়াছড়ির জাবারং, কেএমকেএস ও তৃণমূল।