Published : 14 Oct 2023, 09:02 PM
চট্টগ্রামের শাহ আমানত সেতুতে বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সেতুর বাকলিয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।
আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
বাকলিয়া থানার এসআই আব্দুল্লাহ আল ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিনি বাসটি মইজ্জ্যার টেক থেকে যাত্রী নিয়ে শহরের দিকে আসছিল। এ সময় পেছনের চাকা ফেটে বাসটি উল্টে যায়।”
আহত কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।