Published : 06 Apr 2025, 05:05 PM
চাকরিচ্যুতদের হামলায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) একটি জুতার কারখানার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম ইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরে অবস্থিত এক্সেলসিয়র সুজ-এ হামলার ঘটনা ঘটে।
পরে বেলা ১২টার দিকে ওই কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়।
ঘটনায় আহত সাতজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এরা হলেন- বাবুল (৩২), আবদুল হাকিম (৬০), বিপ্লব (২৫), কামরুল হাসান (৪০), সাইমুল ইসলাম (২৩), শাকিল (৩৫) ও মামুনুর রশিদ (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সম্প্রতি প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে চাকরিচ্যুতরা বিক্ষোভও করেছেন।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতার উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক্সেলসিয়র সুজের বরখাস্ত শ্রমিকরা সকালে গিয়ে কারখানায় হামলা করে ভাঙচুর চালায়। এসময় বেশ কয়েকজন আহত হয়। তারা চট্ট মেডিকেল ও বেপজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।”
তিনি বলেন, “দুপুরে বরখাস্ত শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই তারা কারখানায় গিয়ে হামলা করে।”
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, “কারখানা কর্তৃপক্ষ তাদের সকল পাওনা বুঝিয়ে দিলেও ওই কর্মীরা তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে বিক্ষাভ করে। তারা কারখানার বাইরের দিকে ভাঙচুর করলে কয়েকজন সামান্য আহত হয়।”