Published : 05 Jun 2025, 04:02 PM
চট্টগ্রামে ‘পারিবারিক কলহের’ জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই।
বৃহস্পতিবার দুপুরে চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তার পুল মাজার গেইট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ভাষ্য।
নিহত ব্যক্তির নাম মোরশেদ (৪২)।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদের সঙ্গে তার বড় ভাই জসীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসীম তার ছোট ভাই মোরশেদকে ছুরিকাঘাত করে।
পরিবারের সদস্যরা মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু হয়।
পরিদর্শক তানভীর বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করছি।”
ঘটনার পর জসীম পালিয়ে গেছে বলে জানান তিনি।