Published : 31 May 2025, 08:16 PM
চট্টগ্রামের কমার্স কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আগ্রাবাদে অবস্থিত সরকারি কমার্স কলেজের গেইটের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার বেলা ১১টা থেকে কমার্স কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল। সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রশিবির হেল্প ডেস্ক চালু করে। ছাত্রদলের কর্মীরাও সহায়তার জন্য পৃথক বুথ স্থাপন করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তিচ্ছুদের সহায়তা করা নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। ঘটনাস্থলে ওই সময়ে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
হামলার বিষয়ে শিবিরের কমার্স কলেজ শাখার সভাপতি সাদনান ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভর্তিচ্ছুদের জন্য হেল্প ডেস্ক চালু করি। শুক্রবার এটি করার সময়ে ছাত্রদলের ভাইয়েরা আমাদের এসব বন্ধ করার জন্য বলে। পরে আজ সকালে এসে আমরা চালু করি এবং শিক্ষার্থীদের সাহায্য করা শুরু করি।
‘‘এসময়ে ছাত্রদলের কর্মীরা এসে আমাদের ব্যানার টানাটানি করে এবং ধাক্কা দেয়। পরে আবার সাড়ে ১২টার দিকে আমাদের চার-পাঁচজন কর্মীর গায়ে হাত দেয়। ‘‘
ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্ববায়ক সাইফুল ইসলাম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কে আগে সহযোগিতা করবে সেটা নিয়ে বাগবিতণ্ডা ও ঠেলাঠেলি হয়েছে। তারা (শিবির) এটাকে টেনে শুধু শুধু লম্বা করছে।