Published : 06 Aug 2023, 07:30 PM
এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২৬ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে।
রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, এবছর ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ২৬ হাজার ৬২৩ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। আগামী ২৮ অগাস্ট এ ফলাফল প্রকাশত করা হবে।
এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সাধারণ গণিতে ১০ হাজার ৫১৯টি। এরপর ইংরেজি প্রথম পত্রে আট হাজার ৭৬১ ও দ্বিতীয় পত্রে আট হাজার ৪৮৬টি আবেদন জমা পড়েছে।
গত ২৮ জুলাই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ, যা আগের বারের তুলনায় প্রায় ১০ শতাংশীয় পয়েন্ট কম।
পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার ফলাফল ঘোষণার পর জানিয়েছিলেন, সাধারণ গণিতে পাসের হার কমে যাওয়ায় সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে। সাধারণ গণিতে পাসের হার ছিল ৮৭ দশমিক ১১ শতাংশ।
পরীক্ষার নম্বরে সন্তুষ্ঠু না হলে শিক্ষার্থীরা তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন। গত ২৯ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত আবেদনের সময় ছিল। এসময়ে মধ্যে শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে টেলিটক মোবাইলে এসএমএস’র মাধ্যমে এ আবেদন করেছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যে দেখা যায়, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বাংলা প্রথম পত্রে চার হাজার ৮৯১, দ্বিতীয় পত্রে চার হাজার ৭১১টি, বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে পদার্থ বিদ্যায় তিন হাজার ৬০০টি, রসায়নে তিন হাজার ২৯৫টি ও জীব বিজ্ঞানে তিন হাজার ৬২১টি জন আবেদন পড়েছে।
ব্যবসায় শিক্ষা শাখার বিষয়গুলোর মধ্যে হিসাব বিজ্ঞানে এক হাজার ৭৮৪টি, ব্যবসায় উদ্যোগে এক হাজার ২৮২টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এক হাজার ৪৪টি আবেদন জমা পড়েছে।
এছাড়া সাধারণ বিজ্ঞানে দুই হাজার ২১৯টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে চার হাজার ৯৩৪টি, ভূগোলে ৪৭০টি, কৃষি শিক্ষায় ৮৯৭টি, পৌরনীতিতে ৩৪৫টি, অর্থনীতিতে ৮৯টি, গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৯টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৩৯৩টি, আইসিটি’তে ৭৯১টি, ইসলাম ধর্মে চার হাজার ২৭১টি, হিন্দু ধর্মে ৭৬১টি, বৌদ্ধ ধর্মে ১২৬টি, খ্রিস্টান ধর্মে আটটি করে উত্তরপত্র মূল্যায়নের আবেদন করা হয়েছে।