Published : 17 Jun 2023, 10:11 PM
নির্বাচনকে সামনে রেখে বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ দিয়ে গণগ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চট্টগ্রাম মহানগরের আহবায়ক ডা. শাহাদাত হোসেন।
এসব মামলায় বিদেশে থাকা বিএনপি কর্মীদেরও আসামি করা হচ্ছে বলে দাবি তার। জামালখানে ম্যুরাল ভাংচুরের সঙ্গে যুবদল ও ছাত্রদলের কর্মীরা যুক্ত নয় বলেও দাবি করেন তিনি।
শনিবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
গায়েবি মামলা ও হয়রানি বন্ধ করা না হলে চট্টগ্রামে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন তিনি।
চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে খাস্তগীর স্কুলের দেওয়ালে গড়ে তোলা ম্যুরাল ভাংচুরের প্রেক্ষিতে ‘গণগ্রেপ্তার ও হয়রানি’র অভিযোগ জানাতে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গত ১৪ জুন নগরীর কাজীর দেউড়ি মোড়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে যাওয়ার সময় চান্দগাঁও ও বাকলিয়া থানা যুবদল ও ছাত্রদলের কর্মীরা জামালখানে খাস্তগীর স্কুলের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর ‘গ্লাস ম্যুরাল’ ভাংচুর করে।
এ ঘটনায় পুরিশ সিসিটিভি ফুটেজ দেখে তাৎক্ষণিকভাবে ছাত্রদল ও যুবদলের পাঁচজনকে আটক এবং সব মিলিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করে।
ডা. শাহাদাত বলেন, পুলিশের করা মামলায় জামালখানে ম্যুরাল ভাঙার অভিযোগ করা হয়েছে। এটার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দূরতম কোনো সম্পর্ক নেই।
তার দাবি, ‘‘বরং আগেরদিন (সমাবেশের) মহানগর যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তাদের দুই গ্রুপ জামালখানে নিজেদের মধ্যে মারামারি করে। এ থেকেই বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। যুবলীগের সন্ত্রাসীরাই শান্তিপূর্ণ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে জামালখান মোড়ে পাঁচজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’’
তিনি বলেন, “আমার দলের গ্রেপ্তারকৃতরা কেউ যদি ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উপস্থিত থেকে থাকে তাহলে এর দায় আমরা মাথা পেতে নিব। কিন্তু তাদের কেউ ওই ফুটেজে ছিল না। এর দায় তাদের নিতে হবে।“
এর আগেও নির্বাচনকে সামনে রেখে পুলিশ ঢালাওভাবে গায়েবি মামলা দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, সামনে সংসদ নির্বাচন আসছে। নির্বাচনকে সামনে রেখে গায়েবি মামলা দেওয়ার হিড়িক চলছে।
জামালখানের ভাংচুরের ঘটনায় চকবাজার থানার মামলায় মোহাম্মদ ইউসুফ নামে একজনকে আসামি করা হয়েছে যে ওইসময় দেশেই উপস্থিত ছিলেন না বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
বিএনপিনেতা শাহাদাত সব ধরনের গায়েবি মামলা প্রত্যাহারসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি করে বলেন, “যেসকল অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এসব করছেন তাদের তালিকা আমরা করছি এবং তা কেন্দ্রের দপ্তরে পাঠানো হচ্ছে।“
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আজিজ উপস্থিত ছিলেন।