Published : 12 May 2025, 08:43 PM
ভাসানচর থেকে পালিয়ে আসা নারী শিশুসহ ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে অক্সিজেন রোড এলাকার একটি পরিত্যক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে।
আটক করা রোহিঙ্গাদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক করা রোহিঙ্গারা ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
আটক করা রোহিঙ্গারা স্থানীয়দের জানিয়েছেন, তারা চারটি ট্রলার নিয়ে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে যাওয়ার জন্য রওনা হয়েছিল। এজন্য প্রতিটি ট্রলারকে ১২ হাজার টাকা করে দিতে হয়েছে।
রোববার সন্ধ্যায় তারা ভাসানচর থেকে রওনা করে এবং রাতে ট্রলার থেকে তাদের এখান সীতাকুণ্ডে নামিয়ে দেওয়া হয়।
এর আগে গত ৩ মে ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ জন রোহিঙ্গার একটি দল পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন বেড়ি বাঁধে এসে অবস্থান নিয়েছিল। পরে খবর পেয়ে
র্যাব তাদের আটক করে পুলিশের হস্তান্তর করে।
সেদিনও আটক হওয়া রোহিঙ্গারা জানিয়েছিল, তারা ভাসানচর থেকে পালিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ট্রলারে করে এসেছিল।
আরও পড়ুন