Published : 29 May 2025, 10:17 PM
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালত থেকে ওবাইদুর রহমান নামের ওই ব্যক্তি জামিন পান।
চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের সহকারি পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন আবেদনের শুনানি শেষে ওবাইদুর রহমানকে জামিনের আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার আরেকজন মো. সেলিমের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ এসেছে।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় খালাস পাওয়ার প্রতিবাদে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় এই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ছাত্রজোটের নেতারা হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল নগরীর কোতোয়ালী থানায়। এতে আকস্মিকভাবে ভয়ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালখানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। আটক দুইজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার বিকালে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বামপন্থি ছাত্র সংগঠনের জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ মিছিল শুরু করতে গেলে সেখানে আগে থকে দাঁড়িয়ে থাকা কিছু লোক হামলা চালায়।
হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্রজোটের ছয় নেতাকর্মী আহত হয় বলে তাদের নেতারা জানিয়েছিলেন। তারা এ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেন।
তবে ছাত্রশিবির এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে বিবৃতিতে বলেছে, “চট্টগ্রাম প্রেস ক্লাবে শাহবাগপন্থি ও শাহবাগবিরোধী দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে একটি পরিকল্পিত ও মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ওবাইদুর রহমান (২৪) ও মো. সেলিম (২৮) নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে তাদের ছাড়িয়ে নিতে ‘শাহবাগবিরোধী ঐক্য’র ব্যানারে ৫০-৬০ জন যুবক থানার সামনে অবস্থান নেয়।
আরও পড়ুন:
চট্টগ্রামে ছাত্রজোটের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ২
চট্টগ্রামে ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে শিবিরের হামলার অভিযোগ