Published : 29 Jun 2025, 05:45 PM
চট্টগ্রামে ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে’ এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে স্থানীয়রা।
রোববার দুপুরে নগরীর আকবর শাহ থানার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রায়হান (৩২), তিনি বিজয়নগর এলাকার বাসিন্দা।
আকবার শাহ থানার এসআই ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের অভিযোগ, রায়হান এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। লোকজন তাকে ধরে পিটুনি দেয়।
“৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”
তিনি বলেন, “দুপুরে সে ওই কিশোরীকে সে পাহাড়ি টিলার দিকে নিয়ে যায়। স্থানীয়রা দেখে মেয়েটির বাবাকে খবর দিলে লোকজনসহ তিনি গিয়ে রায়হানকে ধৃত করে পিটুনি দেয়।”
রায়হানের বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ আছে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে।
এসআই ফয়সাল বলেন, “আমরা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের থানায় যেতে বলেছি। সেখানে কিশোরীর বক্তব্য শোনা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”