Published : 17 Oct 2024, 08:21 PM
চট্টগ্রামে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই যুবকের তথ্যে আরও দুই যুবককে আটকের পর উদ্ধার হয়েছে রিকশাটি।
বাহিনীটি বলছে, চালককে মারধর করে রিকশা ছিনতাই করে বিক্রি করে দিতেন তারা।
আগে গ্রেপ্তার দুই যুবকের স্বীকারোক্তিতে বাঁশখালী উপজেলার চাপাছড়ি থেকে বুধবার এই দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন: মোহাম্মদ রাসেল ও রবি আলম।
চান্দগাঁও থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চক্রটি নগরীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে টার্গেট করে যাত্রীবেশে ভাড়া করেন। কিছুদূর যাওয়ার পর আরও কয়েকজন তাদের সঙ্গেএকত্রিত হয়। পরে চালককে মারধর করে রিকশা ছিনিয়ে নিত তারা।
এই পুলিশ কর্মকর্তা বলেন, গত ৩০ অগাস্ট উত্তর চান্দগাঁও এলাকায় অঞ্জন ধর নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়।
অঞ্জনের স্ত্রী চান্দগাঁও থানায় মামলা করার পর সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে গত ২ অক্টোবর রাজু আহমেদ রাজন ও আরিফ নামে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসআই মোমিন বলেন, “রাজন ও আরিফকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জড়িত অপর দুই জনের নাম প্রকাশ করে।”
দুই জনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে বায়েজিদ বোস্তামী থানার শহীদ নগর এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
অঞ্জন ধরকে খুনের বর্ণনা দিয়ে এসআই মোমিনুল বলেন, রাজন ও আরিফ রিকশাটি গত ৩০ অগাস্ট ভাড়া করেন। বণিক পাড়া এলাকায় যাওয়ার পর অন্যরাও যুক্ত হয়। তারা পেছন থেকে মাথায় আঘাত করলে অঞ্জনের মৃত্যু হয়।
নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা জানান, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে এরা আগেও কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। মাঝে কিছুদিন চুরি বন্ধও রাখা হয়।
গত ৫ অগাস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে আবার ছিনতাইয়ে নামে তারা।