Published : 05 Sep 2024, 02:40 PM
ফেব্রিক্স ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আসা পণ্যভর্তি একটি কনটেইনার পরীক্ষা করে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা বুধবার গভীররাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারের কায়িক পরীক্ষা করে ১১টি বিদেশি ব্র্যান্ডের এসব মদ জব্দ করেন।
আটক মদের মূল্য দুই কোটি টাকা হলেও এর মধ্য দিয়ে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানাচ্ছেন শুল্ক কর্মকর্তারা।
তারা বলছেন, নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে।
নগরীর আগ্রাবাদ এলাকার হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামের সিঅ্যান্ডএফ এজেন্ট গত বছরের ১৮ ডিসেম্বর বিল অব এন্ট্রি দাখিল করলেও পণ্য খালাস করেনি। কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে এতদিন পড়ে ছিল।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “গোপন অনুসন্ধানের ভিত্তিতে এআইআর শাখা ওই কন্টেইনারে মদের চালান থাকার বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে। বন্দরের সহায়তায় এটি আটক করে বুধবার মধ্য রাত থেকে কায়িক পরীক্ষা শুরু করা হয়।”
সাইদুল বলেন, “মিথ্যা ঘোষণায় পণ্য এনে প্রতিষ্ঠানটি ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় কাস্টমস আইন ২০১৩ এর আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”