Published : 03 Jun 2025, 02:43 PM
চট্টগ্রামে কোরবানির ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।
সেখানে সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।
সেখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
পাশাপাশি সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন প্রান্তে আরো ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৭টায় এসব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজের জন্য জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদগাহ ময়দান প্রস্তুতির কাজ চলছে বলে জানান নগর সংস্থার কর্মকর্তা আজিজ আহমেদ।
চট্টগ্রামে আরও ৯ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করবেন। এসবে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ৬ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ৫ জুন হবে হজ। আর বাংলাদেশে ঈদ উদযাপন হবে ৭ জুন।