অতি ভারি বৃষ্টিতেও ডোবেনি বন্দর নগরী, খোঁজ রাখছেন ইউনূস
টানা বৃষ্টিতেও এবার পানিতে ডোবেনি বন্দর নগরী চট্টগ্রাম। কিছুটা জলাবদ্ধতা তৈরি হলেও, তা আগের বছরের তুলনায় কম বলে মনে করছে সিটি করপোরেশন। মেয়র বলছেন, প্রধান উপদেষ্টাসহ সরকারের কয়েকজন উপদেষ্টা নিয়মিত পর্যবেক্ষণ করছেন চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি; সংকট কাটাতে মাঠে আছে রাজনৈতিক দলগুলোও।