Published : 01 Jun 2024, 10:37 PM
চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের দোকানের ক্যাশ বাক্স ভেঙে চুরির ঘটনায় সন্দেহভাজন এক কর্মচারীকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে সাড়ে ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজল নগর এলাকা থেকে মিরাজ উদ্দিন হাসান নামে ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
সেই টাকা পলিথিনে মুড়িয়ে বাড়ির কাছের কবরস্থানের জঙ্গলে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
মিরাজ সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গত ২৮ মে রাতে টেরিবাজারের কাপড়ের ব্যবসায়ী মনজুরুল আলমের কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটে।
নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তি জানান, ওই ব্যবসায়ী রাতে দোকান বন্ধ করে চলে যান। পরদিন সকালে দোকানে এসে শাটার ও ক্যাশ বাক্স ভাঙা এবং সেখানে থাকা ২১ লাখ ৭৮ হাজার টাকা নেই।
তিনি জানান, মিরাজকে গ্রেপ্তারের পর তিনি চুরির বিষয়টি স্বীকার করে টাকা কোথায় আছে, তা দেখিয়ে দেন।