Published : 09 Mar 2025, 10:16 AM
চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার ও ময়মনসিংহের পথে চলাচলকারী ১৫টি ট্রেনের মধ্যে নয়টির চলাচলের সময় পাল্টাচ্ছে।
সোমবার থেকে পূর্ব রেলের এসব আন্তঃনগর ট্রেন নতুন সূচিতে চলবে বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, নতুন ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার সময়ে কিছুটা কম-বেশি করা হয়েছে।
নতুন সূচি অনুসারে, আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সাড়ে ৭টার বদলে সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে আগের সূচি অনুযায়ী বিকাল সাড়ে ৪টায় ছাড়বে।
পূর্ব রেলের জিএম মো. সবুক্তগীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ মার্চ (সোমবার) থেকে নতুন টাইম টেবল অনুযায়ী ট্রেন চলাচল করবে। এতে কিছু ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন এসেছে।
পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, “নতুন সূচিতে সোমবার থেকে ট্রেন চলাচল করবে। এজন্য টিকেট বিক্রিও সে হিসাবে করা হয়েছে।
“কয়েক বছর পর পর ট্রেনের সিডিউল নতুন করে করা হয় থাকে। এত করে ট্রেন ছাড়া ও পৌঁছার সময়ে পরিবর্তন করা হয়ে থাকে।”
সবশেষ ২০২৩ সালের ১ ডিসেম্বর পূর্ব রেলের সময় সূচির পরিবর্তন করা হয়েছিল।
রেলের এক কর্মকর্তা জানান, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন না হলেও সেসব ট্রেন তুলনামূলকভাবে কম বা বেশি সময়ে গন্তব্যে পৌঁছুবে।
পূর্ব রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও কক্সবাজারের পথে মোট ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে ৯টি ট্রেনের চলাচলের সময়সূচিতে কিছুটা হেরফের হয়েছে।
ট্রেনগুলোর মধ্যে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকাল পৌনে ৫টার বদলে ৫ টায় ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭টায় আগের সময়ই ছাড়বে।
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস নতুন সূচিতে সন্ধ্যা ৬টার বদলে বিকাল সোয়া ৫টায় ছাড়বে। একই ট্রেন চাঁদপুর থেকে সকাল ৫টাতেই ছাড়বে।
জামালপুরগামী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ার সময় সকাল সোয়া ৯টায় ঠিক থাকলেও জামালপুর থেকে ছাড়ার সময় বদলেছে। রাত ৮টা ১০ মিনিটের বদলে ছাড়বে রাত ৮টায়।
অন্যদিকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস আগের সময় সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে, কিন্তু ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের বদলে ছাড়বে ২টা ১৫ মিনিটে।
এছাড়া কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে বেলা ১২টা ৪০ মিনিটের সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। অপরদিকে পর্যটক এক্সপ্রেস রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্য চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়েও কিছুটা হেরফের হয়েছে। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ১০টা ৩৫ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে ছাড়বে। সৈকত এক্সপ্রেস রাত সোয়া ৮টার বদলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে রাত ৮টায়।
আন্তঃনগর যেসব ট্রেনের সময় বদলায়নি
ঢাকাগামী মহানগর গোধুলী আগের সময় বেলা ৩টায়, ঢাকাগামী তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টা, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস বেলা সাড়ে ১২টায়, ঢাকাগামী তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায় ছাড়বে।
সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৫০ মিনিটে এবং উদয়ন এক্সপ্রেস প্রতিদিন ছাড়বে রাত পৌনে ১০টায়। উভয় ট্রেনেরই ছাড়ার সময় অপরিবর্তিত আছে।
এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আন্তঃনগর ‘মহানগর প্রভাতী’ আগের মতোই পৌনে ৮টাতেই ছাড়বে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, যাত্রীদের সুবিধার জন্য নতুন টাইম টেবিল করা হয়ে থাকে। বিভিন্ন সময়ে কিছু নতুন স্টেশন চালু হয়েছে, আবার কিছু বন্ধও হয়ে গেছে। সবমিলিয়ে সমন্বয়ের মধ্য দিয়ে যাত্রীসেবা উন্নত করার প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন সূচি করা হয়েছে।