Published : 24 Sep 2024, 08:49 AM
চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোল চত্বরে একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে প্রাণ কেড়েছে একজনের। এ ঘটনায় আহত হয়েছেন ডজন খানেক মানুষ।
সোমবার রাত ১১টার দিকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর নগর প্রান্তের গোল চত্বরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আমানত সেতু হয়ে শহরের দিকে আসার পথে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে মোটর সাইকেল ও পথচারীদের ধাক্কা দিয়ে দোকানে ঢুকে পড়ে।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাক চাপায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”