Published : 08 Jun 2025, 06:51 PM
নাগরদোলায় চড়া, পানিতে লাফালাফির মতো নানা খেলার পাশাপাশি ছিল ভরপেট খাবারের আয়োজন আর ঈদ সালামি।
চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে রোববার দুপুরে ঈদ আনন্দে মেতেছিল পথশিশু আর নানা বয়সী ছিন্নমূল মানুষ।
দুই দিনের এ উৎসব দুপুরে উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “সমাজের বিত্তবানেরা ছিন্নমূল প্রতিবেশীদের হক আদায় করলেই একটি ইনসাফের সমাজ কায়েম করা সম্ভব হবে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এ উৎসব আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
স্বেচ্ছাসেবী সংগঠনটির পরিচালক জামাল উদ্দিন অনুষ্ঠানে বলেন, “প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেন বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়।
“কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ আসলেই ধনী-গরিবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে।”
আপ্যায়ন পর্বে বিরিয়ানি, মাংস, ডিম আর পায়েস মন ভরে উপভোগ করেন সব বয়সী ছিন্নমূল মানুষ। এরপর শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ করেন মেয়র। পাশপাশি ৫ জন উদ্যমী নারীর হাতে ঈদ উপহার হিসেবে ব্যবসার সামগ্রী তুলে দেওয়া হয়।