Published : 25 Dec 2024, 03:44 PM
দুর্ঘটনার ঝুঁকি কমানোর লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে আরো একটি ফুট ব্রিজ তৈরির কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বুধবার দুপুরে নগরীর বিমানবন্দর সড়কে এই ফুট ব্রিজটির নির্মাণ কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন নগর সংস্থার মেয়র ডা. শাহাদাত হোসেন।
ফুট ব্রিজ করা হচ্ছে দক্ষিণ পতেঙ্গা এলাকায় বাংলাদেশ নেভি রেডি রেসপন্স বার্থের (বিএনআরআরবি) সামনে।
বিমানবন্দর সড়কের ১৫ নম্বর গুপ্তখালের অদূরে এ ফুট ব্রিজটি নির্মাণ করা হচ্ছে দেড় কোটি টাকা ব্যয়ে।
ভিত্তি প্র্রস্তর স্থাপনের সময় মেয়র ডা. শাহাদাত বলেন, “এ সড়কে ট্রাক-লরিসহ বিভিন্ন ভারী গাড়ি ও দ্রুত যানবাহনগুলো চলাচল করে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়তে এ ফুট ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।”
চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম নগর পুলিশের সহযোগিতায় ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) সম্প্রতি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত বন্দর নগরীর সড়ক দুর্ঘটনা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বছরে বন্দর নগরীতে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৫৮ শতাংশই পথচারী।
এই সময়ে এক হাজার ২৮ জন দুর্ঘটনায় হতাহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪০৯ জন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
বিমানবন্দর সড়কে ফুটওভার ব্রিজটি নির্মাণ কাজ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২১ মিটার দৈর্ঘ্যের ফুট ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছর ৩০ অগাস্ট। নারায়ণগঞ্জ ড্রাইডক থেকে কাঠামো নির্মাণ করে এনে এখানে পাইলিং করে বসানো হবে।”
তিনি বলেন, সড়কের এই অংশে একপাশে বিএনআরআরবি এবং অপর পাশে তাদের মেস। কাছাকাছি কন্টেইনার ডিপো এবং সড়কটি চার লেনের। তাই প্রচুর দ্রুত গতির গাড়ি চলাচল করে। গত দুই বছরে এখানে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পাশেই বিজয়নগর এলাকায় অনেক মানুষের বসবাস। তাই ফুট ব্রিজটি সেখানে খুব প্রয়োজন।
‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের অধীনে নগরীতে ৩৮টি ফুট ব্রিজ নির্মাণ করবে সিটি করপোরেশন। এতে খরচ হবে ৫৮ কোটি টাকা।
এই প্রকল্পের অধীনে বিমানবন্দর সড়কের ফুট ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে কেইপিজেড এলাকা ও সানোয়ার স্কুলের সামনের ফুট ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে।
নগর সংস্থার নির্বাহী প্রকৌশলী বলেন, আরো ১০টি ফুট ব্রিজের কাজ চলছে। বাকিগুলোর নকশা শেষে টেন্ডারের অপেক্ষায় আছে।
পুরনো খবর:
সাত বছরে চট্টগ্রামের সড়কে ৫৬৯ মৃত্যু, অর্ধেকই পথচারী: গবেষণা