Published : 31 May 2025, 10:42 AM
চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-পিএবি সড়কের ঝিউরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পিএবি সড়কে যাত্রীবাহী মাইক্রোবাস ও অটো রিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুইজনই পুরুষ এবং বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে।
ওসি মনির হোসেন জানান, হতাহতরা অটোরিকশার যাত্রী।