Published : 07 Dec 2024, 10:30 PM
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি কার্টন তৈরির কারখানায় লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিইপিজেডের এক নম্বর রোডে অবস্থিত ‘ইউনিটি এক্সেসরিজ কার্টন ফ্যাক্টরি’তে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, পাঁচ তলা কারখানা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে।
পরে একে একে সেখানে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিটের আগুন নেভানোর কাজ করার তথ্য দিয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি এখনো নির্বাপন হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্যও দিতে পারেননি তিনি।