Published : 19 Dec 2024, 03:17 PM
চট্টগ্রামের টাইগার পাস রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উদ্ধার হওয়া লাশটি নিয়ে পুলিশের ধারণা, কয়েকদিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে।
আনুমানিক ৩০ বছর বয়সী এ যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্থানীয় লোকজন কেউ তাকে চিনতে পারেনি। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে খুলশী থানার এসআই বেলাল হোসেন বলেন, কলোনির ১৯/২ ভবনের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় শিশুরা বল আনতে সেখানে প্রবেশ করলে লাশটি দেখতে পায়।
“সিঁড়িতে লাশটি উপুড় হয়ে পড়েছিল। আমাদের ধারণা, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে লাশের মুখে দাগ দেখা গেছে। শরীরের আর কোথাও কোন জখমের চিহ্ন আছে কি না সেটা সুরতহালের পর বোঝা যাবে।”
মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এসআই বেলাল।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলের তিনতলা ভবনটি একসময় রেলওয়ের কর্মচারীদের আবাসস্থল ছিল । কয়েক বছর আগে সেটিসহ কলোনির কয়েকটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে সেখানে কেউ বসবাস করে না।
স্থানীয়দের ভাষ্য, রেল লাইনের পাশে হওয়ায় পরিত্যক্ত ভবনগুলোতে প্রতিদিন মাদকাসক্ত এবং ‘খারাপ প্রকৃতির’ লোকজনের আড্ডা বসে। সেখানে বসে নানা ধরনের মাদক সেবন চলে। ওদিকে স্থানীয়দের তেমন যাতায়াত নেই।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটি টাইগার রেলওয়ে কলোনির শেষ প্রান্তে। তার পাশ দিয়ে ঢাকা-চট্টগ্রাম রেল লাইন। পরিত্যক্ত হওয়ায় সেগুলোতে দরজা-জানালা কিছুই নেই। সেখানে মাদক সেবনের আলামতও দেখা গেছে।
রেলওয়ে কর্মচারীদের জন্য নির্ধারিত থাকলেও কলোনিতে বিভিন্ন পেশার লোকজন বসবাস করে।
স্থানীয় শিশুরা জানায়, সকালে ভবনের সামনের সড়কে তারা ক্রিকেট খেলছিল। ওই ভবনের ভেতরে বল গিয়ে পড়ায় তাদের মধ্যে একজন বল নিতে ভবনটিতে প্রবেশের সময় দুর্গন্ধ পায়। সিঁড়িতে উপুড় হয়ে একজনকে পড়ে থাকতে দেখে তার লোকজনকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।