Published : 03 Sep 2024, 06:11 PM
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হাসিব আজিজ।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগ চট্টগ্রামসহ সাতটি মহানগর পুলিশের কমিশনার পদায়নের আদেশের প্রজ্ঞাপন জারি করে।
আদেশে সিআইডিতে কর্মরত হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এন্টি টেরোরিজম ইউনিটের মো. রেজাউল করিমকে সিলেট, সিআইডি’র খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশ, ঢাকা টুরিস্ট পুলিশের মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মহানগর, মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা, পিবিআই’র মো. মজিদ আলীকে রংপুর মহানগর এবং ঢাকা মহানগর পুলিশের আমিনুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজ সিআইডি ট্রেনিং স্কুলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন।
হাসিব আজিজ ২০০২ সালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে শেখ হাসিনা দেশান্তরী হওয়ার পর পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়।
এ রদবদলে গত ২১ অগাস্ট সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলির আদেশ জারি করা হয়।
সাইফুল ইসলাম গত ৪ জুলাই সিএমপির ৩২তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।