Published : 30 May 2025, 10:00 PM
বিদেশে নয়, দেশের ভেতরেই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাপান সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, “বাংলাদেশের সমস্যা দেশের মাটিতেই সমাধান করতে হবে। দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভেতরেই বলা উচিত। কারণ সমস্যার সমাধান দেশের মানুষের হাতেই। কোনো বাইরের শক্তির কাছে এর সমাধান নেই।”
জাপানের টোকিওতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আগের দিন বলেন, “আমরা জনগণকে বলেছি, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে।”
সেখানে দেশের সব রাজনৈতিক দল নয়, ‘কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে’ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
এর প্রতিক্রিয়ায় আমির খসরু বলেন, "সংস্কার, বিচার সব কিছুর সমাধান একটাই, তা হল বাংলাদেশের জনগণ। সমাধান দেওয়ার আর কেউ নেই। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। মাত্র একটাই অস্ত্র, সেটা হল জনগণ।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি নগরীর মুরাদপুরে এলজিইডি ভবন মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে।
নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয় মন্তব্য করে আমীর খসরু বলেন, “আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। কারণ, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। অনির্বাচিত সরকারের পক্ষে এসব বাস্তবায়ন করা সম্ভব নয়। জনগণের সমর্থন ছাড়া কোনো কিছুই সম্ভব না।”
“যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। এটা কোনো দল চায় কি চায় না, সেটাই মুখ্য নয়, বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, প্রত্যাশা করছে।”
আমীর খসরু বলেন, “বিশ্বের অল্প কয়েকজন ব্যক্তির মধ্যে জিয়াউর রহমান ছিলেন একজন। জিয়াউর রহমান প্রথমে একটি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। একটি দেশের স্বাধীনতা ঘোষণা করতে যে সাহস, সে দূরদর্শিতা, যে ঝুঁকি একজন লিডার নেন, সেটা একটা বিশাল ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে তিনি একজন বিশ্বমানের সংস্কারক, একজন রাজনীতিবিদ, উনি একজন দার্শনিক, একজন সমাজ গড়ার কারিগর।”
আগামী দিনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমাদের বিরুদ্ধে যারা আছে, তাদের পরাজিত করতে হলে মেধাভিত্তিক রাজনীতি করতে হবে।”
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় এ সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।