Published : 06 Jun 2025, 01:04 AM
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে অটোরিকশা ও প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় একজনের নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সেতুর বোয়ালখালী অংশে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনের ধাক্কায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য আমরা পেয়েছি। বিস্তারিত পাইনি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”
সেতুর আশপাশের লোকজন বলছেন, কিছু অটো রিকশা সেতু পার হয়ে বোয়ালখালীর দিকে যাচ্ছিল। রাত সোয়া ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুতে প্রবেশের সময় বিপরীত দিকের অটো রিকশাগুলোকে চাপা দেয়।
১৯৩০ সালে ব্রিটিশ শাসনামলে রেল যোগাযোগের জন্য এ সেতু নির্মাণ করা হয়। পরে ১৯৫৮ সালে এ সেতুটি সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় তৎকালীন পাকিস্তান সরকার।
সংকীর্ণ এই সেতু দিয়ে একসঙ্গে দুই দিকে যানবাহন চলাচল করতে পারে না। এক দিকের যানবাহন আটকে রেখে অন্যপাশের গাড়ি ছাড়া হয়।