Published : 23 May 2025, 12:16 AM
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ডিপোতে পুরনো তেলের ট্যাংকে পড়ে এক শ্রমিকের প্রাণ গেছে; আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় জামালের পুরনো তেলের ডিপোতে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।
আহত তিনজনের মধ্যে দুজনের নাম মীর আহম্মদ (২৮) ও মোস্তফা কামাল (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামাল কোম্পানির তেলের ডিপোতে পুরনো জাহাজ ভাঙা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা কালো তেল এনে বড় বড় ট্যাংকে জমানো হয় এবং বিক্রি করা হয়। রাতে ওই ডিপোর ট্যাংকে এক শ্রমিক পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে অপর তিনজন আহত হন। ট্যাংকের ভেতরে পুরনো তেলের গন্ধে তারা অচেতন হয়ে পড়েন।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান বলে এ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম জানান।