Published : 24 May 2025, 07:08 PM
নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ‘বেসরকারিকরণ প্রক্রিয়ার’ বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।
শনিবার সকালে নগরীর তিনটি স্থান থেকে মিছিল নিয়ে এসে বন্দর ভবন গেইটের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন তারা। বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হল।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “নিউমুরিং কনটেইনার টার্মিনাল স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আর এই স্বয়ংসম্পূর্ণ বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।”
তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “আপনি কারো দ্বারা প্রভাবিত না হয়ে এবং কোনো ভুল তথ্যে নির্ভর না করে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের এনসিটি কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেবেন না।”
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) সৌদি প্রতিষ্ঠান আরএসজিটি কর্তৃক পরিচালিত হচ্ছে। সেখানে একটি কনটেইনার ডেলিভারি নিতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। সেখানে সিঅ্যান্ডএফ শ্রমিক ও আমদানিকারকরা হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন।
বিএনপি নেতা নাজিমুর রহমান পিসিটি পরিচালনায় ব্যর্থতার দায়ে আরএসজিটির লিজ বাতিল করে ক্ষতিপূরণ আদায় করে বন্দরের মাধ্যমে পরিচালনার দাবি তোলেন।
বন্দর শ্রমিকদলের সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকতের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, ডকবন্দর অঞ্চল শ্রমিক দলের নেতা আবু সাইদ হারুণ, মার্চেন্ট শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন ও যুগ্ম সম্পাদক ইয়াছিন রেজা রাজু।