Published : 04 Jun 2025, 10:11 PM
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলার মধ্যে এক নারীকে ‘লাথি মেরে’ বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরীকে জামিন দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি জামিনযোগ্য ধারায়। আকাশ চৌধুরীর পক্ষে জামিন আবেদনের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।”
তবে ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে রোববার বেলা পৌনে ৩টার দিকে নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিলেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ার প্রতিবাদে বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট গত ২৮ মে নগরীর জামালখান প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ মিছিল বের করে।
এ কর্মসূচিতে হামলার ঘটনায় করা মামলায় আকাশকে গ্রেপ্তার দেখানো হয়।
‘অ্যান্টি শাহবাগ মুভমেন্ট’ নামে এক প্ল্যাটফর্মের ব্যানারে একদল লোক সেই মিছিলে হামলা চালালে ছাত্রজোটের ছয়জন নেতাকর্মী আহত হন।
ওই সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। হামলার জন্য ছাত্রজোটের নেতারা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের দায়ী করেন।
ওইদিন গভীর রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করে। আটক দুজনকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তাদের ছাড়িয়ে আনতে ‘শাহবাগবিরোধী ঐক্য’ ব্যানারে কিছু যুবক গত বুধবার রাতে কোতোয়ালী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন। পরদিন বৃহস্পতিবার তাদের মধ্যে ওবাইদুর রহমান নামের একজন জামিনে মুক্তি পান।
গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক নারীকে লাথি মারতে দেখা যায় হামলাকারী এক যুবককে।
তখনই সোশাল মিডিয়ায় আকাশ চৌধুরীর নাম আসতে থাকে। বলা হয়, ভিডিওতে যাকে লাথি মারতে দেখা গেছে, তিনি এই ব্যক্তি।
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে আকাশ চৌধুরীকে কর্মী পদ থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামে নারীকে 'লাথি মারা' সেই জামায়াতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ছাত্রজোটের ওপর হামলা: গ্রেপ্তারদের একজনের জামিন
চট্টগ্রামে ছাত্রজোটের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা, গ্রেপ্তার ২
চট্টগ্রামে ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে শিবিরের হামলার অভিযোগ