Published : 24 Jan 2025, 07:23 PM
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রাজন দত্তের (৩৩) বাড়ি পটিয়ার ধলঘাট দত্ত পাড়ায়। তিনি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন।
শুক্রবার ধলঘাট স্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার স্পেশাল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চট্টগ্রাম জিআরপি থানার এসআই আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনের মত শুক্রবার সকালেও রাজন প্রাইভেট পড়ানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন।
ট্রেনের ধাক্কায় রাজনের দেহ কয়েকটি খণ্ড হয়ে গেছে বলে জানান এসআই কাশেম।
এদিকে রাজন দত্ত চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলেছে এ ধরনের কোনো চিরকুট তারা ঘটনাস্থলে কিংবা তার বাড়িতে পায়নি।
এসআই আবুল কাশেম বলেন, রাজনরা তিন ভাই। তাদের মধ্যে রাজন দ্বিতীয়। দুই ভাই ঘটনাস্থলে এসেছিলেন।
“সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিরকুটের ছবি আমি সংগ্রহ করে তার ভাই ও পরিবারের সদস্যদের দেখিয়েছিলাম। তারা বলেছেন এটা রাজনের লেখা নয়।”