Published : 08 Dec 2024, 02:23 PM
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) কার্টন তৈরির কারখানা ইউনিটি এক্সেসরিজে লাগা আগুন ৮ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে।
আগুনে কারখানাটির ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের ধারণা। সংস্থাটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিইপিজেডের এক নম্বর রোডে ‘ইউনিটি এক্সেসরিজ কার্টন ফ্যাক্টরি’তে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নির্বাপণ করতে পারেনি।
২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিইপিজেডের কারখানার আগুন
সিগারেটের পরিত্যক্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে আবদুল মালেক বলেন, “যখন আগুন লাগে, তখন ওইতলায় লোকজন ছিলেন। সেখানে কার্টন তৈরির কাগজের বড় বড় রোল ছিল।”
সিইপিজেডের এক নম্বর রোডের কারখানাটিতে ফায়ার সেফটি পর্যাপ্ত ছিল না বলে জানান তিনি।