Published : 29 Nov 2024, 10:10 PM
চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে স্কুল মাঠে জামায়াতে ইসলামীর সভায় বিএনপি কর্মীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে মিরসরাই পৌর সদরের ৩ নম্বর ওর্য়াডের এস রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় জামায়াত নেতারা দাবি করছেন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের নেতৃত্বে বিএনপির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
মিরসরাই পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুলে আমাদের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সভা ছিল। এতে ৫০ জনের মত সদস্য উপস্থিত ছিলেন। বিকালে বিএনপির সন্ত্রাসী কামরুল ও শাহ আলমের নেতুত্বে একদল লোক লাঠি, রামদা, লাঠি, হকিস্টিক নিয়ে হঠাৎ প্রবেশ করে মুরুব্বীদের ওপর হামলা করে।
হামলায় ১২ জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরসরাই থানার ওসি আবদুল কাদের বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ৩ নম্বর ওয়ার্ডে একটি স্কুলে জামায়াতের কর্মী সমাবেশ ছিল।
“সেখানে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
রাত পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনা নিয়ে থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি।
অভিযোগের বিষয়ে কথা বলতে মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “সভা-সমাবেশ করার অধিকার সবাই রাখে। গত ১৫-১৬ বছর ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। যে করেছে সেটা দলীয় কোনো বিষয় না। আধিপত্যবাদী মানসিকতা থেকে করতে পারে।এর দায় দল নেবে না।”