Published : 02 Jan 2025, 03:10 PM
ক্ষমতার পালাবদলের পর হওয়া বিভিন্ন মামলায় আসামি করার হুমকি ও অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ‘চক্রের’ টাকা নেওয়ার তথ্য পাওয়ার কথা বলেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
সে চক্রকে ‘প্রতারক’ হিসেবে তুলে ধরে তাদের অপতৎপরতা থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশরে (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনারকে উদ্ধৃত করে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সিএমপির বিভিন্ন থানায় হওয়া মামলায় অব্যাহতি পাওয়ার সুযোগ ও আসামি করার হুমকি দিয়ে একটি চক্র টাকা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
হাসিব আজিজ বলেন, মামলাগুলো পুলিশ সদর দপ্তর ও সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। তাই এসব মামলায় অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই।
কেউ ‘প্রতারণার’ সুযোগ নেওয়ার চেষ্টা করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছেন সিএমপি কমিশনার।
২০২৪ সালের জুলাই-অগাস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সে আন্দোলনে হতাহতের ঘটনায় সারা দেশে শত শত মামলা হয়েছে। এসব মামলায় আসামি করার হুমকি ও অব্যাহতি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পাচ্ছে।