Published : 16 Jun 2025, 07:47 PM
চট্টগ্রামের ফটিকছড়িতে খালে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে কাঞ্চনগর ইউনিয়নের সুমরহাটে ধুরং খালে এ ঘটনা ঘটে বলে পুলিশ বলেছে।
নিহতরা হলেন- শাহানুর বেগম (৫০) ও তার মেয়ের ঘরের আট বছরের নাতনি মুনতাহা।
তারা কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামের বাসিন্দা।
ফটিকছড়ি থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে নাতনিকে নিয়ে ধুরং খালে গোসল করতে যান শাহনুর। খালের গভীরতা ও স্রোত বেশি থাকায় তারা তলিয়ে যান।
“স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা বিকাল সোয়া ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন।”
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, শাহানুর তার দুই নাতনিকে নিয়ে গোসল করতে যান। প্রথমে মুনতাহা তলিয়ে যায়। শাহানুর ও আরেক নাতনি সুমাইয়া তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু স্রোতের তীব্রতায় শাহনুরও তলিয়ে যান। সাঁতরে তীরে উঠতে সক্ষম হন সুমাইয়া।
পুলিশ বলছে, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে শাহনুর ও পরে মুনতাহার লাশ উদ্ধার করেন।