Published : 25 Jun 2025, 08:53 PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে অভিযান চালিয়ে ২০ দালালকে আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোগী হয়রানি বন্ধে বুধবার দুপুরে অভিযান চালানোর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন বয়সের ২০ জনকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
র্যাব বলছে, চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের টার্গেট করে, হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বলে এক ধরনের ভয় সৃষ্টি করে দালালরা। এরপর ভালো চিকিৎসা করানোর নামে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। নানাভাবে হয়রানি করে।